সমাজের আলো : অসুস্থতার কারণে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে গাড়িতে বসেই যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা। গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টায় ব্যক্তিগত চিকিৎসকদের পরীক্ষা শেষে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা নেন খালেদা জিয়া। করোনামুক্ত হওয়ার ২ মাস ১৩ দিন পর টিকা নেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, টিকার ব্যাপারে উনার কোনো চয়েজ নেই, এখানে মর্ডানা দেওয়া হচ্ছে, সেই টিকাই তিনি দিয়েছেন। এছাড়া খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ। এর আগে বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন। কেন্দ্রে যাওয়ার আগে থেকেই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় সব ধরনের প্রস্তুতি। হাসপাতালে আনা-নেওয়ার পথে নিরপাত্তার জন্য বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা।




Leave a Reply

Your email address will not be published.