সমাজের আলো : গোবর এবং গোমূত্র করোনা ভাইরাস সারায়। শুধু তা-ই নয়। এই দুটি উপাদান মিশ্রিত করে গায়ে লেপন করলে তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের এমন বিশ্বাস ও এর চর্চা নিয়ে বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় আলোচনা, সমালোচনা। চিকিৎসকরা বলেছেন, এমন বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সর্বশেষ এর সঙ্গে যুক্ত হলেন সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গুজরাটের আহমেদাবাদ থেকে সম্প্রতি গোবর ও গোমূত্র লেপনের যে ভিডিও প্রকাশ পেয়েছে সে বিষয়ে তিনিও কথা বলেছেন। অখিলেশ বলেন, এ দৃশ্য দেখে আমাদের কাঁদা উচিত নাকি হাসা উচিত। টুইটারে এমন মন্তব্য করে অখিলেশ বার্তা সংস্থা রয়টার্সের পোস্ট করা একটি ভিডিও শেয়ার করেছেন। রিপোর্টে বলা হয়েছে, আহমেদাবাদের শ্রীস্বামীনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যা প্রতিষ্ঠানম থেকে ধারণ করা হয়েছে ওই ভিডিও। এতে দেখা গেছে বেশ কিছু মানুষ লাইন দিয়ে বসে বালতি থেকে গোবর এবং গোমূত্রের মিশ্রণ গায়ে মাখছেন। তারা সপ্তাহে একদিন সেখানকার গোশালায় যান এই গোবর ও গোমূত্র সংগ্রহ করতে। তাদের সামনে থাকে বালতি ভরা গোবর আর গোমূত্রের মিশ্রণ। প্রতিজন মানুষ ওই বালতির ভিতর নিজের হাত ঢুকিয়ে দিচ্ছেন এবং তুলে নিচ্ছেন হাতভর্তি গোবর। সেই গোবর মিশ্রণ সারা শরীরে, মাথায় মাখছেন। এরপর দাঁড়িয়ে যান বৃত্তাকারভাবে এবং প্রার্থনা করেন।




Leave a Reply

Your email address will not be published.