রবিউল ইসলাম: শ্যামনগরের গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পারুলগাছা প্রগতি সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে গোবিন্দপুর সোনার বাংলা সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা নির্ধারিত সমেয় গোল শূন্য অবস্থায় ড্র হলে শেষপর্যন্ত টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে পারুলগাছা প্রগতি সংঘ ফুটবল একাদশ ৫-৩ গোলের ব্যবধানে গোবিন্দপুর সোনার বাংলা সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি দেবী রঞ্জন মন্ডল, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী, সহ-সভাপতি গাজী লিয়াকত হোসেন, গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী সফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর মোল্যা, আলাউদ্দীন সানা, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, শামসুর রহমান দুখী, আকবর আলী পিয়াদা, গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, গোবিন্দপুর সোনার বাংলা সংঘের সভাপতি বাগেরহাট ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন উজ্বল, সাধারণ সম্পাদক গাজী মাসুদ, খুলনা মহানগর ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক গাজী তরিকুল ইসলাম বাবু প্রমূখ। খেলার ধারা বিবরণীতে ছিলেন প্রভাষক জহুরুল হক ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিক। পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ, আল আমিন, সোহাগ ও নুরুল্লাহ।




Leave a Reply

Your email address will not be published.