সমাজের আলো: গ্রামপুলিশের যাতায়াত ভাড়ার টাকায় ভাগ বসানোর অভিযোগ উঠেছে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারীর বিরুদ্ধে। তার নাম মনির আলম। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এ উপজেলায় চাকরি করেন। এরপরে ওয়ান ইলেভেনের সময়ে বদলি হয়ে এক বছর লালমোহন নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাকরি করেন। পরে অসুস্থতার অজুহাত দেখিয়ে আবারো চরফ্যাশন উপজেলায় বদলি হয়ে আসেন তিনি। এর মধ্যে কিছুদিন উপজেলা ভূমি অফিসে কাজ করেন। সেখান থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলি করা হয় স্থানীয় সরকার শাখায়। দুই যুগ ধরে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও দাপ্তরিক বদলির মধ্য দিয়েই অভিযোগ চাপা পড়ে থাকে। হয়নি কোনো তদন্ত। এমনটাই বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা ও সেবাগ্রহীতারা। রবিবার ( ৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাদ্রাজ ইউনিয়নের গ্রাম পুলিশ তাজুল ইসলামসহ একাধিক গ্রামপুলিশ অভিযোগ করে বলেন, দূর্গম এলাকায় দায়িত্ব পালনে সরকারি যাতায়াত ভাতার টাকা প্রায় ৩ বছর ধরে ২২ মাস ধরে আটকা। ওই টাকা গেল বৃহস্পতিবার আনতে উপজেলায় গেলে অফিস সহকারী মনির আলম ২৬ হাজার ৪ শত টাকা থেকে ২ হাজার ৪ শত টাকা প্রতিজন গ্রামপুলিশের কাছ থেকে রেভিনিউ স্টাম্পে সাইন নিয়ে রেখে দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *