সমাজের আলো: রাজধানীর বনশ্রীর সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ‘রিকশাচালক’ তাকে থামান। নাম-পরিচয় দিয়ে ১০০ সৌদি রিয়ালের একটি নোট কুড়িয়ে পেয়েছেন বলে জানান। এবং সেটি ভাঙিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। অনুরোধের একপর্যায়ে মানি এক্সচেঞ্জ থেকে রিকশাচালকে নোটটি ভাঙিয়ে দেন আবদুল আউয়াল। পরে ওই ‘রিকশাচালক’ আউয়ালের ফোন নম্বর নিয়ে চলে যান। ওইদিন সন্ধ্যায় ফের তার কাছে সেই ‘রিকশাচালক’র ফোন আসে। ওই রিকশাচালক বলেন, তার কাছে আরও রিয়াল আছে, সেগুলো অর্ধেক দামে বিক্রি করা হবে। নানান প্রলোভন দেখিয়ে আউয়ালকে রাজিও করান তিনি। পরদিন (৯ সেপ্টেম্বর) বাড্ডার একটি ব্যাংকের শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে রিয়াল কেনেন এই মাদরাসা শিক্ষক। পরে রামপুরায় অন্য তিনব্যক্তি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে ‘রিয়াল’র একটি পোটলা ধরিয়ে দেন আউয়ালকে। এরপর তারা বলেন, ‘দ্রুত চলে যান, সামনে পুলিশ।’ তারা চলে যাওয়ার পরপরই একটি প্রাইভেটকার থেকে তিনজন বেরিয়ে ডিবি পরিচয়ে আউয়ালকে গাড়িতে তুলে নেয়। তাদের মধ্যে দুজন পুলিশের এএসআই। ভুয়া রিয়াল আছে অভিযোগে আউয়ালের হাতে হাতকড়া পরায়। এরপর মুক্তি পেতে ১০ লাখ টাকা দাবি করে তারা। পরে পল্লবীতে নিয়ে একটি ব্যাংক থেকে আউয়ালের কাছে থাকা চেক দিয়ে তিন লাখ ৩০ হাজার টাকা তুলে নিয়ে তাকে বনানী এলাকায় নামিয়ে দেয়। এরকম অভিনব ছিনতাইয়ের শিকার শুধু আউয়াল নন, সম্প্রতি রাজধানীতে এ ধরনের ঘটনা আরও ঘটেছে। অভিনব এই ছিনতাই ও প্রতারণা করছে একটি চক্র। এদিকে রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ায় ঢাকা মহানগর পুলিশ নড়েচড়ে বসেছে। টহল বাড়ানোর পাশাপাশি ছিনতাইয়ে জড়িতদের ধরতে একের পর এক অভিযান পরিচালনা করছে। এতে ধরাও পড়ছে অনেকে। তবে সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, পুলিশের দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইকারী চক্রের নেতৃত্বে রয়েছেন। তারা হলেন- আড়াই হাজার থানার এএসআই মাসুম ও গেন্ডারিয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এএসআই সহিদ। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকা মহানগর গোযেন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা ডিবি পুলিশকে জানায়, এএসআই মাসুম ও সহিদের নেতৃত্বে রাজধানীতে ছিনতাই হয়ে থাকে। তারা দুজন নিজের গাড়ি এবং সরকারি অস্ত্র ব্যবহার করে ছিনতাই করে থাকেন। তাদের দুজনের নামে রামপুরা থানায় গত শুক্রবার (৪ ডিসেম্বর) মামলা হয়েছে। মামলায় তারা ৮ ও ৯ নম্বর আসামি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *