সমাজের আলো : অনৈতিক সম্পর্কের জেরে জন্ম নেওয়া সন্তানকে বস্তাবন্দি করে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ মে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালি গ্রামে।

অভিযোগ একই গ্রামের হযরত আলী ও মিনারা দম্পতির মেয়ে (স্বামী পরিত্যক্তা) নাজমা খাতুন করুণা (২৫) পূর্ব পরিচিত স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়ে। সম্প্রতি ওই নারীর সন্তান প্রসবের সময় হলে প্রেমিক যুবক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। যার কারণে স্বামী পরিত্যক্তা নাজমা খাতুন করুণা গত ৭ মে তারিখে সন্তান প্রসবের পর পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে সদ্যজাত শিশুর বস্তাবন্দী করে খালের মধ্যে ফেলে দিয়ে হত্যা করে। অভিযোগ সূত্রে আরো জানা যায়, স্বামী পরিত্যক্তা ওই নারী তার মায়ের সহযোগিতায় সন্তানের জন্ম প্রদান করেন। বিষয়টি জানতে পেরে ঘটনার পরপরই প্রেমিক যুবক সেখানে পৌঁছে সন্তানের অবস্থা সংকটাপন্ন জানিয়ে চিকিৎসকের কাছে নেওয়ার অজুহাতে বস্তাবন্দি করে পাশের নাপিতখালি খালের মধ্যে ফেলে দেয়।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দুপুরের দিকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে পাশের মাটি খুঁড়ে সেখানে দাফনের ব্যবস্থা করে। স্থানীয়রা জানায় ঘটনার পরপরই প্রেমিক যুবকসহ নাজমা খাতুন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়াতে সন্তানের পিতার পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তবে ওই নারীর মা আলোচিত এ প্রেমিক যুবকের সম্পর্কে বিস্তারিত জানা সত্বেও প্রভাবশালী মহলের ভয় ভীতির কারণে তিনি মুখ খুলছেন না। বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হওয়ার পর বুধবার সকালে সাংবাদিকরা নাপিতখালি গ্রামে পৌঁছে বিষয়টি নিশ্চিত হয়। এ বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও নাজমা খাতুন এর পিতা হযরত আলীর মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। তাদেরই প্রতিবেশী মিনারা বেগম পরিচয় এক নারী জানান তারা এমন বিষয়ে শুনেছেন। তবে এর চেয়ে বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল আলম জানান এ বিষয়ে তার কাছে কেউ কোনো কিছু জানায়নি। বিষয়টি নিয়ে তিনি খোঁজ নিয়ে যাবেন বলেও নিশ্চিত করেন।




Leave a Reply

Your email address will not be published.