সমাজের আলো : ইভিএম পদ্ধতিতে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক ওলোট-পালোট হওয়ায় আড়াই ঘন্টা পর ভোটগ্রহণ শুরু হয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদখলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকাল ৮টায় ভোটগ্রহণের কথা থাকলেও এ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে দশটায়।জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির এ খবর নিশ্চিত করে জানান, রমজাননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক পাল্টে যাওয়ায় ভোটগ্রহণে বিপত্তি ঘটে। তবে টেকনিক্যাল সমস্যার সমাধান হওয়ায় ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে যতক্ষণ ভোটাররা থাকবেন ততক্ষণ ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন জানান, রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণের শুরু হওয়ার কথা থাকলেও বিপত্তি বাধে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক নিয়ে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত চাঁদখলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ করা যায়নি।তিনি আরও জানান, ৩ নম্বর ওয়ার্ডে মাজেদ লড়ছেন মোরগ প্রতীক নিয়ে কিন্তু ইভিএম মেশিনে তার প্রতীক দেখানো হচ্ছে ফুটবল। অন্যদিকে, রুহুল লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে কিন্তু তার প্রতীক দেখানো হচ্ছে মোরগ। এটি মানতে রাজি নন দুই ইউপি সদস্য প্রার্থী।চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন আরও জানান, এই ইউনিয়নে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। তবে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক উল্টে যাওয়ায় জটিলতার সৃষ্টি হয়। ঘটনাটি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার পর সমস্যার সমাধান হয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *