সমাজের আলো : মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে ভেঙে দেয়ায় টুম্পা মনি (১৯) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। বৃহস্পতিবার দুপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টার পর পরিবারের সদস্যরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার বিএ সম্মান শ্রেণিতে অধ্যায়নরত টুম্পা শ্যামনগর উপজেলার আটুলিয়া কাছারীব্রিজ এলাকার দিনমজুর মিজানুর রহমানের মেয়ে। চিকিৎসকরা জানিয়েছে পাকস্থলী ওয়াশের পর আপাতত স্থিতিশীল পর্যায়ে থাকলেও শংকামুক্ত নয় সে।

টুম্পার পিতা মিজানুর রহমান জানান, সম্প্রতি তার মেয়ের সাথে পাশর্^বর্তী গ্রামের এক যুবকের বিয়ের কথা পাকা হয়। একদিন আগে দু’পক্ষের বাড়িতে খাওয়া-দাওয়া পর্ব সম্পন্ন হয়। আকস্মিকভাবে বুধবার রাতে প্রতিবেশী সুরত আলী মোল্যার পুত্র নুরুজ্জামান তার মেয়ের চরিত্রহানীকর কিছু বাজে কথা ফেসবুকে ছড়িয়ে দেয়। এঘটনার পর বৃহস্পতিবার ছেলে পক্ষ বিয়ে নাকচ করে দেয়ার খবরে তার মেয়ে ঘরে থাকা ধানে দেয়ার বিষপান করে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নওয়াবেঁকী বাজার থেকে বাড়ি ফিরে মেয়েকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

বৃদ্ধ দিনমজুর মিজানুর রহমান অভিযোগ করেন নুরুজ্জামান এলাকার দুষ্ট প্রকৃতির ছেলে। একাধিক বিয়েসহ তার বিরুদ্ধে মাদকের ব্যবসাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। দরিদ্র দিনমজুর হওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে মেয়ের চরিত্র নিয়ে খারাপ প্রচারনা চালিয়ে বিয়ে ভেঙে দিলেও কোথাও অভিযোগ করতে তারা ভয় পাচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published.