সমাজের আলো : নিজের সতীত্ব রক্ষা করতে গিয়ে অস্ত্রের ব্যবহার করে এক লম্পটের হাত কেটে দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার এক গৃহবধূ (২৬)। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।এঘটনায় গৃহবধূ বাদী হয়ে ইউনিয়নের বাসিয়াপাড়া এলাকার সবুজ হোসেনকে (৪০) অভিযুক্ত সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটির আসামী যুদ্ধাপরাধী মামলায় জেলে থাকা আব্দুল খালেক মÐলের ভাইপো সবুজের পক্ষাবলম্বন করে বাদীকে হয়রানীর অভিযোগ উঠেছে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে।অভিযুক্ত তদন্ত কর্মকর্তা লালচাঁদ আলী সাতক্ষীরা সদর থানার এসআই হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে আসামীদের পক্ষাবলম্বন করে পুলিশ কর্মকর্তার একতরফা আচরণের কারণে এখনও পর্যন্ত সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হওয়ায় হতাশ হয়েছেন ওই গৃহবধূসহ শতশত নারী। বর্তমানে সবুজের হুমকীতে নিরাপত্তাহীনতায় ভূগছেন ওই গৃহবধূসহ পার্শ্ববর্তী এলাকার নারীরা।সরেজমিনে গেলে স্থানীয় আয়শা খাতুন, ছখিনা খাতুন, কামাল হোসেন, এসনেয়ারা খাতুনসহ একাধিক ব্যক্তি জানান, ইউনিয়নের বাসিয়াপাড়া এলাকার মৃত আফছার বিশ্বাসের ছেলে সবুজ হোসেন একজন নারী লোভী এবং লম্পট প্রকৃতির। তার কারণে এলাকাটির বিবাহিত গৃহবধূসহ স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা রাস্তা ঘাটে চলাফেরা করতে পারে না বলে স্থানীয়দের। মেয়েদের দেখামাত্র আজে বাজে কথা বার্তাসহ বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে সে। স¤প্রতি অন্ত:সত্ত¡া গৃহবধূর ঘরের ইটখুলে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে সবুজ। এসময় গৃহবধূর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে সবুজকে ধরে ফেললেও মানসম্মানের খাতিরে সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি পরিবারটি।এ ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার রাতে ঘরের বেড়ার ভিতর দিয়ে গৃহবধূর স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে সবুজ। এবিষয়ে ভূক্তভোগী ওই গৃহবধূ জানান, তার স্বামী মাঝ রাতে প্রায় মাছ ধরতে যান। একারণে অধিকাংশ সময় বাসায় তাকে একা থাকতে হয়। তবে বিগত কয়েকদিন ধরে মাঝরাতে সবুজ তার বাড়িতে এসে উত্যক্ত করতে থাকায় নিজের সতীত্ব রক্ষায় রাতে অস্ত্রসহ (ছুরি) ঘুমাতো সে এবং সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে বাড়ির বেড়ার ফাঁক দিয়ে সবুজ গৃহবধূর শরীরে হাত দিয়ে টানাটানি করতে থাকলে ওই সময় ভিকটিম নিজের সতীত্ব রক্ষায় তার পাশে থাকা ছুরি দিয়ে সবুজের হাতে আঘাত করেন বলে জানান। তিনি আরও জানান, ছুরির আঘাতে সবুজের হাত থেকে রক্ত পড়তে থাকে। এসময় আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে আসলে সবুজ দৌড়ে পালিয়ে যায়।এসময় তিনি ক্ষোভের সাথে বলেন, নিজের সতিত্ব রক্ষায় অস্ত্রের ব্যবহার করেছি। সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয়ও নিয়েছিলাম। তবে নিরাশ করেছেন অভিযোগটির তদন্ত কর্মকর্তা লালচাঁদ আলী। কারণ হিসেবে তিনি জানান, অভিযোগ দেওয়ার পর তদন্তকারী কর্মকর্তা আমার বাসাতে এসেছিলেন। তবে তিনি আমার কথাসহ আমার শতশত প্রতিবেশির কোন কথাতে কর্ণপাত করেননি। বরং তিনি আমাকে নিয়ে প্রশ্ন তুলেছেন! আমি কীভাবে মাঝরাতে তাকে চিনলাম? ওইসময় ঘুমের সময়। আমি নাকি ভুল দেখেছিসহ বিভিন্ন কথা বলে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করেছে আমাকে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা জানান, পুরো ইউনিয়ন অবগত সবুজের চরিত্র সমন্ধে। তার বিরুদ্ধে ইউনিয়নের মহিলাদের অভিযোগের অন্ত নেই।এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে কথা বলবেন বলে জানান তিনি। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার এসআই এসআই লালচাঁদ আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমন্ধে বলেন, সরেজমিনে আপনারা সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে কী পেয়েছেন? এসময় ভিকটিম, একাধিক ব্যক্তিসহ স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা তার (এসআই লালচাঁদ) বিরুদ্ধে কথা বলেছেন বলে জানানো হলে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে রাত ১২:৫৮ মিনিটে। এসময় ঘুমের সময়। ঘুমের সময় সবুজকে কীভাবে মহিলা চিনলো? অন্ধকারেতো কাউরে চেনার কথা না। গৃহবধূ দাবি করেছেন তার অস্ত্রের আঘাতে সবুজের হাত কেটে গেছে সেটা কী দেখেছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুনেছি সবুজের হাত কেটে গেছে। তবে দেখিনি এখনও পর্যন্ত। না দেখে কীভাবে মহিলাকে ভুল দাবি করতে পারেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসি স্যারকে বিষয়টি জানানো হয়েছে। স্যার গুরুত্বের সাথে তদন্ত করার কথা বলেছেন। তদন্ত চলমান। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবোনা।




Leave a Reply

Your email address will not be published.