সমাজের আলো: পরিমাণে অনেক বেশি ভর্তুকি দিয়ে বিদ্যুতের অভাব কাটিয়ে এনেছে সরকার। যার সুবাদে বিদ্যুতের আসি-যাই অভিশাপ থেকে অনেকটা মুক্ত বাংলাদেশ। কিন্তু এই ভর্তুকি কতো দিন দেওয়া সম্ভব? তাই বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে বরাবরই মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েক বছরে সরকার কেবল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেনি, সঞ্চালন ব্যবস্থাও করে যাচ্ছে। পল্লী বিদ্যুতের সম্প্রসারণও ব্যাপক। বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশি হওয়ার বিষয়টি গোপন নয়। ওপেন সিক্রেট। এর সঙ্গে দুঃখজনকভাবে যোগ হয়েছে বিদ্যুতের ভুতুড়ে বিলের ওপেন সিক্রেট কাণ্ডকারখানা। করোনার সময় তা আনুষ্ঠানিকতার মতো আরও ডালপালা ছাড়িয়েছে




Leave a Reply

Your email address will not be published.