কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির আয়োজনে ঘূর্ণিঝড় ” মোখা” সৃষ্ট হওয়ায় ফলে এর পূর্ব প্রস্ততি গ্রহণের জন্য উপজেলা দূর্যোগ কমিটির সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার সকাল ১০:৪৫ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভাপতি রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিরাজ হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম উপজেলার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, সুশিলনের উপ -পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমূখ , সহ সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিদের উপস্থিতিতে এই সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় নদী ও উপকূলীয় এলাকার মানুষদের আশ্রয় নিতে আশ্রয় কেন্দ্র খোলা সহ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সকল প্রস্তুতি সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে সর্তকতা ও সকল প্রস্তুতি গ্রহণ হবে। প্রয়োজনে মাইকিং করা হবে ঘূর্ণিঝড় বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.