শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরা জেলার তালা থানার খেশরা পুলিশ ফাঁড়িটি জন্মলগ্ন থেকেই চরম অবহেলায় এমন অভিযোগ দীর্ঘদিনের। আর এই অভিযোগটি শুধুমাত্র সামান্য একটু পথের জন্য। এই সামান্য একটু কাচা রাস্তা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে এমন অভিযোগ সকলের। সরেজমিনে গিয়ে জানা যায়, তালা থানার খেশরা পুলিশ ফাঁড়িটি শালিখা টু খেশরা প্রইমারি স্কুল পর্যন্ত নির্মাণাধীন রাস্তা সংলগ্ন বালিয়া বিলের ভিতরে ও নির্মাণাধীন এই রাস্তার মাত্র একশ গজ দূরে অবস্থিত। নির্মাণাধীন এই রাস্তা থেকে বালিয়া বিলের ভেতর দিয়ে একটি রাস্তা চলে গেছে বালিয়া খেয়া ঘাট পর্যন্ত। এই রাস্তাটি খেশরা পুলিশ ফাঁড়ির যাতায়াতের একমাত্র পথ। যাতায়াতের এই একমাত্র পথটি মাটির রাস্তা হওয়ায় এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে চরম ভোগান্তি পেতে হয় এখানে দায়িত্বরত পুলিশ বাহিনির। একটু বৃষ্টি হলেই ফাড়ি থেকে বাইরে বেরোনো বন্ধ হয়ে যায় পুলিশ সদস্যদের। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বর্ষাকালে প্রায়ই পায়ে হেঁটে দায়িত্ব পালন করতে হয় তাদের। বছরের পর বছর তাদের এই দুঃখ দুর্দশা চলমান থাকলেও দুর্দশা লাঘবের জন্য সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ সহ কোন জনপ্রতিনিধি এখনো এগিয়ে আসেননি। এ বিষয়ে খেশরা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ (আইসি) মোঃ গোলাম রসুল ও টুআইসি মোঃ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে দুঃখ প্রকাশ করে বলেন, এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে কিলোমিটারের পর কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ হচ্ছে। এমনকি আমাদের ফাড়ি থেকে মাত্র একচ গজ দূরে কয়েক কোটি টাকার একটি পাকা রাস্তার কাজ চলমান, তবুও আমরা এতই অবহেলিত যে চলমান এই রাস্তা থেকে ক্যাম্পের গেট পর্যন্ত একশ গজ রাস্তার কাজ বাদ রাখা হলো। আমাদের এই সামান্য রাস্তাটি নির্মাণ করে দিয়ে দুঃখ-দুর্দশা লাঘবের জন্য জনপ্রতিনিধি সহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যদের সীমাহীন দুর্দশা লাঘব সহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.