সমাজের আলো : মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ি থেকে বাসে করে নিজ বাড়ি হবিগঞ্জ সদরে ফিরছিলেন অন্তঃসত্ত্বা নুরুন্নাহার বেগম।বাসে ওঠার পর থেকেই তার প্রসববেদনা বাড়তে থাকে। হবিগঞ্জ পৌর টার্মিনালে পৌঁছাতেই বাসের ভেতর মেয়ে শিশু জন্ম দেন তিনি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় হবিগঞ্জ বাস টার্মিনালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো টার্মিনালে মিষ্টি বিতরণ করা হয়। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাস ভাড়া ফ্রি হয়েছে।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে হবিগঞ্জ ফিরছিলেন।পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা ওঠে। একপর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।তিনি বলেন, বিষয়টি জানার পর আমরা মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সব নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় সেই মা ও নবজাতকের আজীবন বাস ভাড়া ফ্রি করা হবে।নবজাতকের বাবা হবিগঞ্জ সদরে কাশিপুর গ্রামের জাহেদুল ইসলাম বলেন, ও আমাদের প্রথম সন্তান।




Leave a Reply

Your email address will not be published.