সমাজের আলো : চশমার কারণে ভাঙল বিয়েকরোনার মধ্যে সকল বিধিনিষেধ মেনেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পিঁড়িতে বসে আছেন বর-কনে। কিন্তু এমন মুহূর্তে যদি বরকে উঠে আসতে হয় তাহলে কি মন ভাল থাকে! আবার যদি কনে মতামত পরিবর্তন করে বিয়েতে অসম্মতি জানায়! শেষ পর্যন্ত বিয়ের পিঁড়ি ছেড়ে থানায় দৌড়াতে হয় বরকে। এ ঘটনার শিকার বরের বাড়ি ভারতের উত্তর প্রদেশের জামালপুর গ্রামে। অর্চনা ও শিবমের বিয়ের চূড়ান্ত কথা অনেক দিন আগেই হয়। শিক্ষিত, চাকরিরত ছেলেকে পাত্র হিসেবে পছন্দ হয় অর্চনার বাবা-মার। বিয়ের দিন সকল অনুষ্ঠান শেষ হয়। বিয়ের আসরও তৈরি। বরযাত্রী এসে যায়। কনেও প্রস্তুত। তবে শেষ মুহূর্তে কনে বিয়ে ভাঙ্গেন। না, এজন্য অন্য কোন প্রেম দায়ী নয়। জানা যায় বিয়ের দিন প্রথম থেকেই একটা মোটা পাওয়ার চশমা পরে থাকেন বর। একবারের জন্যও চশমা খোলেননি। এতে সন্দেহ হয় কনের। তাহলে কি বরের চোখে সমস্যা, সে কি চোখে কম দেখে? সন্দেহ থেকে একটি পত্রিকা এনে বরকে পড়তে দিয়ে তার চশমা নিয়ে নেন। বর জানান তিনি চশমা ছাড়া কিছুই দেখেন না। তবে বিয়ের ব্যাপারে কথা চলার সময় তিনি লেন্স পরে এসেছিলেন। আর এ কারণে বিয়েতে অসম্মতি জানায় কনে। মেয়ে চশমা পরা ছেলেকে বিয়ে করবেন না বলে বিয়ে ভেঙ্গে যায়। বরের মন ভেঙ্গে যায়। কিন্তু কনের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় যে, বর বিয়ের শুরুতে তার চোখের সমস্যার কথা গোপন করেন। প্রতারণার জন্যই থানায় দৌড়াতে হয় বরকে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *