সমাজের আলো : দাকোপে ভূয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় দু’সহযোগীসহ পাইকগাছার বাবলু গ্রেফতার হয়েছে। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃতদের সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পাইকগাছার বাতিখালী এলাকার শেখ আবুল কালামের ছেলে শেখ রবিউল ইসলাম, সোনাডাঙ্গার পাওয়ার হাউজ মোড় এলাকার মৃত শেখ ইনতাজ আলীর ছেলে এস এম মান্নান এবং দাকোপের চালনার সবুজ পল্লীর মৃত অহেদ গাজীর ছেলে জিএম আবু সাইদ। রবিবার (১২ এপ্রিল) দুপুরে খুলনার দাকোপ উপজেলার কালীনগর এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি চক্র বাজারের বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন মালামালের গুনগত মান ঠিক নেই এমন অভিযোগে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাতে থাকেন। এ সময় তারা নিজেদেরকে সাংবাদিকের পাশাপাশি বিএসটিআই এবং মানবাধিকার কর্মকর্তা হিসাবে পরিচয় দেয়। মূহুর্তের মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়লে কামারখোলা ইউপি চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে চ্যালেঞ্জ করার উদ্যোগ নেয়। বিষয়টি আঁচ করতে পেরে তারা ওই এলাকা ছেড়ে উপজেলার বাজুয়া এলাকায় যায়।




Leave a Reply

Your email address will not be published.