সমাজের আলো: ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। চলবে প্রায় দুই বছরব্যাপী। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে রাজনৈতিক দলের অংশগ্রহণের কারণে নিষর্বাচনী হাওয়ায় চাঙ্গা দেশের রাজনীতি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ পর্যায়ে অবস্থান শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলো মাঠ দখলের জন্য প্রস্তুত। বড় দলগুলো ইতোমধ্যেই প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় করে জাতীয় নির্বাচনের আগেই শক্তি প্রদর্শনের মহড়া দিতে বিভিন্ন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। সূত্র মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচনকে বড় রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গেই নিয়েছে। ছোট দলগুলোও নিজ নিজ সীমিত সামর্থ্যরে মধ্যে থেকে এসব নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ কটি বড় রাজনৈতিক দল প্রার্থী বাছাইসহ সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। পর্যায়ক্রমে তারা এ প্রস্তুতি জোরদার করছে। কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *