সমাজের আলো : দেশে এখন বোরো ধানের ভরা মৌসুম। আগে বোরোর মৌসুম এলে চালের দাম কমতির দিকে থাকতো। কিন্তু গত ১-২ বছর ধরে পাল্টে গেছে বাজারের স্বাভাবিক এই চিত্র। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী চালের দাম। রাজধানীর বাজারে তো বটেই, গ্রামগঞ্জেও চালের বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চলতি মাসের শুরু থেকেই বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই, সপ্তাহের ব্যবধানে বাজারে সরু চালের দাম বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। আর মাঝারি চালের দাম ৩ দশমিক ৯২ এবং মোটা চালের দাম বেড়েছে ১ দশমিক ৫৯ শতাংশ। ওদিকে ভরা মৌসুমেও চালের দামের ঊর্ধ্বগতির বিষয়টি সোমবার মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে। এতে চাল মজুতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.