সমাজের আলো : সাতক্ষীরার তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে সতন্ত্র প্রার্থী শেখ গোলাম মস্তোফার চাল আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। তালা উপজেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। ১ জন চেয়ারম্যান প্রার্থী বাদে সকলের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।সোমবার (২৯ নভেম্বর) সকালে সকলের উপস্থিতে মনোনয়ন পত্র যাচাই বাছায়ের সময় তার মনোনয়ন বাতিল করেন নির্বাচন কর্মকর্তা।

এ ব্যাপারে গোলাম মস্তোফা বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমার মনোনয়ন পত্র বাতিল করেছেন। এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে আপিল করব।প্রসঙ্গত, শেখ গোলাম মস্তোফা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ত্রাণের চাল আত্মসাৎ করে ধরা পড়েন। এসময় দূর্ণীতি দমন কমিশন’র করা মামলায় তিনি গ্রেফতার হন এবং বিচারে আদলত তাকে ৩ বছরের সাজা প্রদান করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নির্বাচন সংক্রান্ত আইনে আছে যদি কোনো ব্যক্তি ফৌজদারী মামলায় ২ বছরের অধিক আদালত কর্তৃক দ-প্রাপ্ত হন এবং তিনি দ- ভোগ করলেও পরবর্তী ৫ বছর নির্বাচন করতে পারবেন না। যেহেতু শেখ গোলাম মস্তোফা একটি মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত এবং তিনি জামিনে আছেন, সাজার বায় আদালত কর্তৃক রহিত করাতে পারেননি সে কারণে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.