সমাজের আলো: পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক মেডিকেল অফিসার ডা. তনিমা পারভীন রুনার অবহেলায় জবেদা বেগম (৬৫) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত জবেদা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মৃত সুলতান মিয়ার স্ত্রী। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন রোগীর স্বজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জবেদা হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রথমে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তনিমা পারভীন রুনা সাময়িক চিকিৎসা প্রদান করে বরিশালে রেফার করেন। এর মধ্যে অ্যাম্বুলেন্স আসতে দেরি করলে রোগীর স্বজনরা ফের ওই চিকিৎসকের কাছে গেলে তিনি স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন এবং চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। পরে রোগীর স্বজনরা উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ওই রোগীকে বরিশালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ক্যামেরার সামনে কথা বলে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.