সমাজের আলো : মা তোমার জন্য কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিও’ এমন একটি চিরকুট হাতে সালমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে রোববার (৩ জানুয়ারি) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌর শহরের রাউতপাড়ায় ভাড়া বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সালমান সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জারারকোনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। সালমান মোহনগঞ্জে ভাড়া বাসায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করত। এবং স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণিতে পড়াশুনার পাশাপাশি স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করতো বলে জানা গেছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুর আহাদ খান জানান, বাসায় টিনের চালের এঙ্গেলের সাথে ঝুলে থাকা অবস্থায় চিরকুট হাতে মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সালমান স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করায় সেখানে অনেক টাকার হিসাব দিতে পারছিলেন না। ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে এ কাজটি করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ।




Leave a Reply

Your email address will not be published.