সমাজের আলো: বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম কাঁকড়া, বৈদেশিক মুদ্রা উপার্জনের পাশাপাশি দেশীয় অর্থনীতিতেও বিশেষ এবং কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে কাঁকড়া শিল্প। গত কয়েক দশক যাবৎ চিংড়ীর পাশাপাশি কাঁকড়াও ব্যাপক ভাবে রপ্তানী হওয়ায় বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্র বিস্তৃত ঘটেছে। আমাদের দেশের উৎপাদিত কাঁকড়ার সিংহ ভাগ চীনে রপ্তানী হয়। সিঙ্গাপুর, হংকন এ কাঁকড়া রপ্তানী হলেও তা যৎসামান্য। গত কয়েক মাস যাবৎ চীনে কাঁকড়া রপ্তানী বন্ধ হওয়ায় কাঁকড়া শিল্প এক কঠিন, কঠোর, বিপর্যয়কর এবং অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। দেশের উৎপাদিত কাঁকড়ার সিংহভাগ উৎপাদন হয় সাতক্ষীরা জেলাতে, বিধায় সাতক্ষীরার বিস্তীর্ন জনপদ কাঁকড়া নির্ভর অর্থনীতির সুতিকাগার, কিন্তু বাস্তবতা হলো সাতক্ষীরার কাঁকড়া ব্যবসায়ী, উৎপাদনকারী, বিক্রেতা, ক্রেতা, রপ্তানীকারক কাঁকড়া শ্রমিক সকলেই বর্তমান সময়ে এক মহাদুর্দিনের মধ্যে কোটি কোটি টাকার উৎপাদিত কাঁকড়া চীনে রপ্তানীর সুযোগ না থাকায়, রপ্তানী করতে না পারায় দৃশ্যতঃ সাতক্ষীরার হাজার হাজার পরিবারের জীবন জীবিকায় হতাশা নেমে এসেছে। জেলায় চিংড়ী ঘেরের ন্যায় কাঁকড়া চাষ হচ্ছে উৎপাদন খরচ বাদে লাভজনক ব্যবসা হওয়ায় অনেকে চিংড়ী ঘের বাদ দিয়ে কাঁকড়া চাষে ঝুকে পড়ে, ভালই ছিল কাকড়ার সাথে সংশ্লিষ্টরা, দীর্ঘ ছয় মাসের অধিক সময় উৎপাদিত কাঁকড়া রপ্তানী করতে না পারায় স্থানীয় বাজারে বিক্রি করায় তাতে লাভ দুরের কথা বিনিয়োগ কৃত টাকা ও আসছে না। দেশের অর্থনীতির চাকা যখন অতি দ্রুততার সাথে ঘুর্ণায়মান তখন কাঁকড়া রপ্তানী বন্ধ হওয়া অর্থনীতির চাকাকে বাঁধাগ্রস্থ করার বহিঃপ্রকাশ। কাঁকড়া ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে কাঁকড়া নিতে চীনে কোন আপত্তি নেই। কিন্তু কেন কাঁকড়া রপ্তানী করা যাচ্ছে না? দেশের উন্নয়নে, অগ্রগতিতে, অর্থনীতিকে সচল করতে বৈদেশিক মুদ্রার বিকল্প নেই, অথচ সম্ভাবনাময় কাঁকড়া শিল্প রপ্তানী বন্ধ, হাজার হাজার মানুষের স্বপ্ন, আশা আর ব্যবসার মাধ্যম এই শিল্প, সম্ভাবনাময় কাঁকড়া শিল্প আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্র কেবল বিস্তৃত করেছে তা নয়, এই শিল্প দেশকেও বিশেষ ভাবে বহিঃবিশ্বে পরিচিতি ঘটিয়েছে। ব্যবসায়ীরা, উৎপাদনকারীরা ব্যাংক ঋণ, এনজিও ঋণ, সুধ সহ ধারকর্জ করে কাকড়া উৎপাদনে নেমেছে, চীনে রপ্তানী করতে না পারায় তারা কেবল হতাশ নয়, পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে, কেন কাঁকড়া রপ্তানী হচ্ছে না,? আমলাতান্ত্রীক জটিলতা নাকি অন্য কোন সমস্যা তাও জানে না ব্যবসায়ীরা। সম্ভাবনাময় এই শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ অপরিহার্য, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতী ইতিমধ্যে চীনে কাঁকড়া রপ্তানীর দাবীতে মানবন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দৃষ্টিপাতকে জানান চীনে কাঁকড়া রপ্তানী করতে না পারায় শত শত কোটি বৈদেশিক মুদ্রা উপার্জন হতে দেশ বঞ্চিত হচ্ছে, ব্যবসায়ী ও উৎপাদনকারীরা সর্বশান্ত হচ্ছে, হাজার হাজার পরিবার আজ দিশেহারা, কাঁকড়া বাজারজাত করনের সাথে এবং কর্মরত শ্রমিকরা চরম আর্থিক সংকটে, কাঁকড়া শ্রমিক জাহিদুল ইসলাম জানান আর্থিক সংকট এর কারনে আমরা পেশা পরিবর্তন করছি, পরিবারের মুখে খাদ্য তুলে দিতে হিমসিম খাচ্ছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *