সমাজের আলো: অটোরিকশাচালককে চোর আখ্যা দিয়ে আটকে রেখে মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয় পুলিশের একটি টহল দল। এ ঘটনায় সোর্সসহ পুলিশের তিন সদস্য আহত হন। আহত ব্যক্তিরা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম, কনস্টেবল ইকবাল হোসেন ও সোর্স শাহ আলম। গতকাল শনিবার রাত দুইটার দিকে উপজেলার কুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ৭ ডিসেম্বর রাতে উপজেলার কুড়িপাড়া এলাকার মনির হোসেনের গ্যারেজে চুরির ঘটনা ঘটে। চোরেরা গ্যারেজের তালা ভেঙে পিকআপ ভ্যানে করে ৯টি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায়। এ ব্যাপারে গত মঙ্গলবার বন্দর থানায় লিখিত অভিযোগ করেন মনির হোসেন। কিন্তু অভিযোগের ছয় দিন পরও চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা সম্ভব হয়নি। মনির হোসেন জানান, চুরির আগের দিন ইয়াসিন গ্যারেজের আশপাশে ঘোরাফেরা করছিলেন। এরপরই ৯টি অটোরিকশা চুরি হয়। এ ব্যাপারে তাঁকে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সামনে হাজির করা হলে ইয়াসিন অটোরিকশা চুরির ব্যাপারে বন্দরের রামনগরের সুমন ডাকাতের নাম বলেন। বিজ্ঞাপন এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, অটোরিকশাচালক ইয়াসিনকে আটক ও মারধরের ঘটনাটি পুলিশ জানতে পেরে শনিবার রাত দুইটার দিকে মনিরের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় এলাকার মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালান। এ সময় টহল পুলিশের এসআই শহীদুল ইসলাম, কনস্টেবল ইকবাল ও সোর্স শাহ আলম আহত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *