সমাজের আলোঃ ৭২ দিন বন্ধ থাকার পর ১লা জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে নাটকের শুটিং শুরু হয়েছে। অনেক তারকা এরইমধ্যে শুটিংয়ে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আসছে ঈদের সাত পর্বের ‘শিয়ালবাড়ি’ শিরোনামের একটি নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। আহসান আলমগীরের রচনায় নাটকটির নির্মাতা আল হাজেন। এর আগে মৌসুমী আরটিভির প্রচার চলতি ‘তোলপাড়’ শিরোনামের ধারাবাহিক নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে আসেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমরা কাজ করছি। যে ক’দিন কাজ করেছি, দেখেছি সবাই নিজের সেফটি নিয়ে স্পটে এসেছেন। নির্মাতারাও সব কিছুর বিষয়ে অনেক যত্নবান।

এছাড়া সত্যি বলতে এভাবে ঘরবন্দি হয়ে থাকা অনেক কষ্টের। গেল বৈশাখ ও ঈদেও কাজ করা হয়নি। এদিকে প্রচার চলতি অনেক ধারাবাহিক নাটক বন্ধ হয়ে গেছে। একটি ধারাবাহিক নাটকের সঙ্গে অনেক মানুষ জড়িত থাকে। কেউ একজন শিডিউল না দিলে অন্যদেরও সমস্যায় পড়তে হয়। তাই সবার কথা ভেবেই কাজ শুরু করেছি। টিভি নাটকের বাইরে বড় পর্দায়ও কাজ করছেন এই গ্ল্যামারকন্যা। বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। এসব ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এদিকে মৌসুমী অভিনীত ‘গোর’ শিরোনামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত। নতুন ছবি নিয়ে কি চিন্তাভাবনা? মৌসুমী হামিদ বলেন, আমি বরাবরই ভালো কাজের পেছনে ছুটি। এখনও ছুটছি। সেটা চলচ্চিত্র হোক কিংবা নাটক। এখন তো ভালো ভালো ওয়েব সিরিজও হচ্ছে। তবে গতানুগতিক কাজে আগ্রহ পাই না। আলাদা কিছু করতে চাই। সে কারণে অপেক্ষা করছি। ভালো গল্প, পরিচালক, চরিত্র- সব ব্যাটে বলে মিললে কাজ করবো। তবে সেক্ষেত্রে চ্যালেঞ্জিং চরিত্রকে গুরুত্ব দেবো। সত্যি বলতে এমন কিছু চরিত্রে কাজ করতে চাই যেখানে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণের সুযোগ রয়েছে। যেই চরিত্রটিকে মানুষ অনেক দিন মনে রাখবে। এরকম কাজের জন্য অপেক্ষা করতে হয়। সেটাই করছি।




Leave a Reply

Your email address will not be published.