সমাজের অালো : বিসিক শিল্পপার্ক প্রকল্প এলাকায় মালামাল প্রবেশে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদসহ ৩ জনের বিরুদ্ধে। ঘটনাটি এখন সিরাজগঞ্জে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। গত ২৩শে মার্চ বিসিক শিল্পপার্কের (ঢাকা) চেয়ারম্যান মোশ্তাক হাসান স্বাক্ষরিতপত্রে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যার স্মারক নং-বিশিপা/ সিরাজ/ প্রশাঃ ও অফিস আদেশ-০৫/ ২০২০/২১৭১। একই সঙ্গে বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জ (৩য় সংশোধিত) প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-১২, মেয়র সিরাজগঞ্জ পৌরসভা ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বরাবর অনুলিপি প্রদান করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চেয়ারম্যান মোশ্তাক হাসান এনডিসি। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে সিরাজগঞ্জ শিল্পপার্ক। যেখানে ৪০০ একর জমির উপর নির্মিত শিল্প পার্কটির মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী অগ্রণী ভূমিকা পালন করবে। এখানে দেশী-বিদেশী আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে কমপক্ষে ১ লাখ মানুষের কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে। এরই ধারাবাহিকতায় প্রকল্পের বাউন্ডারি ওয়াল, রাস্তা, অফিস ভবন, ড্রেন-কালভার্ট ইত্যাদি কাজ বাস্তবায়নে কাজসমূহের মালামাল প্রবেশে স্থানীয়ভাবে বাধা প্রদান, চাঁদাবাজি, অযাচিত উৎপাতের কারণে প্রকল্পের কার্যক্রমে ব্যাহত করছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন আহমেদ, ছোবহান আলী ও রফিক গং বাহিনী। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা বিভিন্ন সময় হুমকি-ধামকিসহ মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে।




Leave a Reply

Your email address will not be published.