সমাজের আলো : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রকে শারীরিক নির্যাতনের দায়ে মঈন উদ্দীন (৪২) নামের এক মাদ্রাসাশিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মঈন উদ্দীন জেলা শহরের কলেজ পাড়া এলাকার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জেলার সরাইল উপজেলার আখিঁতারার ছাদেকুল ইসলামের ছেলে । মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শহরতলীর রামরাইলের আ. মালেক হাজারীর নয় বছর বয়সী ছেলে মো. ইব্রাহিমকে শিক্ষক মঈন উদ্দীন ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় অমানবিক শারীরিক নির্যাতন করেন। পরে শিশুটির অবস্থা খারাপ হলে নিজেই তাকে চিকিৎসা করান। খবর পেয়ে ইব্রাহিমের অভিভাবক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে শিক্ষক মঈন উদ্দীনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৯ আগস্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ছয় মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোস্তাফিজুর রহমান । তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. নাছির মিয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ তানভীর কাউসার ।




Leave a Reply

Your email address will not be published.