সমাজের আলো : থামছেই না সড়ক দুর্ঘটনা। ঝরছে তাজা প্রাণ। কেউ কেউ চির জীবনের মতো পঙ্গুত্ব বরণ করছে। উচ্চগতিতে গাড়ি চালানো, ওভারটেকিং, দক্ষ চালকের অভাব, মহাসড়কে ডিভাইডার না থাকা, সড়ক প্রশস্তকরণ না করা, সড়কে ফিটনেসবিহীন গাড়ির চলাচল বাড়া, যত্রতত্র পার্কিং, রাস্তার দুই পাশে হাটবাজার বসানো, ঘুম চোখে গাড়ি চালানো, মাদকাসক্ত চালকদের যানবাহন চালানো, ট্রাফিক আইন না মানা, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো, খানাখন্দ, সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়া, গতিসীমা না মানা ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা।

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, একটি বা দুটি নয়, নানা কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। চালকদের আইন না মানার অন্যতম কারণ হচ্ছে তাদের মানসিকতা। ঢাকায় ইতিমধ্যে সিগন্যাল লাইট অকার্যকরে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুলিশ গাড়ির সামনে গিয়ে না দাঁড়ান ততক্ষণ চালকরা তাদের গাড়ি থামানোর কোনো প্রয়োজনই মনে করেন না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *