আলতাপ হোসেন লাল্টু অস্ট্রেলিয়া সিডনি থেকে: জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা র বাংলাদেশ আর স্বাধীনতার সুফল নিয়ে আসতে ছাত্র লীগের,আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের বহু নেতাকে ক্রস ফায়ার অথবা দ্রুত বিচার আইনে শাস্তির আওতায় আনা জরুরি । যারা ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনা র চেয়ে নিজের ভাবমূর্তি কে গুরুত্ব মনে করে দলকে ছোট করেছে ।আর দেশের উন্নয়নের সহযোগিতা না করে নিজের উন্নতি করেছে । আর ভবিষ্যতে দলকে সংগঠিত না করে দলের ভবিষ্যত বিতর্কিত করার চেষ্টা করে চলেছে । এরা খুব দুরে না! আপনার ও আমার পাশেই অবস্থান করেছে । এরা গনশত্রু,স্বাধীনতার পরিপন্থী আধুনিক ও নব্য লুটেরা । বঙ্গবন্ধু এদের কে চাটার দল বলে সম্বোধন করে গেছেন ।এরাই জাতির জনকের মৃত্যুর জন্য অনেক অবদান রেখেছে। এরাই আজো ও তত্পর!এরাই দলের মধ্যে । একটু তাকালেই দেখা যায় । প্রিয় শিল্পী নকুল কুমার তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে একটা গান ও গেয়েছেন । “সাবধানে মাননীয়া প্রধান মন্ত্রী সাবধান শেখ হাসিনা আপনার দলের কিছু নেতা নেত্রীর মতি গতি বুঝতে পারি না! ওরা কি মীরজাফর ওরা কি ঘরের শত্রু বিভীষন! দলের কাউন্সিল আগামী তে এখুনি সময় এদের হাত থেকে প্রিয় দলকে রক্ষা করার। আশা করি দলীয় হাইকমান্ড বিষয় টি নজর রাখছেন যেমনটি কেন্দ্র ছাত্র লীগের দুজন বিশ্বাস ঘাতকের পরিনতি হয়েছে । হাজার হাজার নিবেদিত আওয়ামী লীগের পক্ষ থেকে এই সময়ের এটাই জোর আওয়াজ ।




Leave a Reply

Your email address will not be published.