সমাজের আলো জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে হয়রানি করতে সাতক্ষীরা সদরের বৈকারী ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদরের মৃগিডাঙ্গা গ্রামের মৃত রজব আলী গাজীপুত্র আকবর আলী গাজী এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার আপন চাচাতো ভাই একই এলাকার মৃত জনাব আলীর পুত্র নূরুল আমিন ফনুর সাথে আমার জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে নূরুল আমিন ফনু বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। প্রকৃতপক্ষে ফনুর নির্দিষ্ট কোন পেশা নেই। সে দলীয় পরিচয় বহন করে দালালি করে। এলাকার নিরিহ মানুষকে মিথ্যা মামলার ভয়দেখিয়ে অর্থ আদায় করে। তার সাথে আমার ব্যক্তি কোন শত্রুতা ছিলো না। শুধুমাত্র জমি জমা নিয়ে বিরোধ ছিল। ফনুর অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে বৈকারী ইউপি চেয়ারম্যানের সাহায্য গ্রহণ করি। আমাকে সহযোগিতা করায় চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে ও চেয়ারম্যানসহ কতিপয় ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে গত ০৩/০৩/২০২১ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে হাজির হয়ে একটি ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে ফনু। প্রেসক্লাবে তার উপস্থাপিত সকল তথ্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। ফনু জমি জমা সংক্রান্ত বিষয়ে আমাকে সর্বশান্ত করার জন্য এপর্যন্ত ৩টি মিথ্যা মামলা দায়ের করে। মামলাগুলোর মধ্যে সাতক্ষীরা সদর থানার মামলা নং-৬৭, তাং- ২৭/২/২০২১। সদর থানার মামলা নং- ৪৪, তাং- ১৫/০৭/১৪ ও নন এফআই আর জিডি করে। যার নং- ১৫৫০, তাং ২৯/০১/২০২০। এছাড়াও বিভিন্ন সময়ে রাস্তা ঘাটে হুমকি ধামকি, অকথ্য ভাষায় গালি গালাজ করে যাচ্ছে। এতেই ক্ষ্যান্ত হয়নি ফনু। হয়রানি করতে যে কোন ধরনের মামলা, অভিযোগে উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে দেয়। গত ৩/৩/২১ তারিখে সংবাদ সম্মেলনেও এভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে হয়রানির চেষ্টা করে। প্রকৃতপক্ষে তার অত্যাচারেই মৃগিডাঙ্গাসহ অত্র ইউনিয়নের মানুষ অতীষ্ট হয়ে উঠেছে। বর্তমান ইউপি চেয়ারম্যান ফনুর এসব অপকর্মের বিরোধীতা করায় তার বিরুদ্ধে এধরনের মিথ্যাচার করেছে। আর এ সুযোগে ফনুর বিপক্ষের মানুষদেরও জড়িয়েছে। আমি উক্ত সুচতুর ফনু কর্তৃক মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ফনুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *