সমাজের আলো ।।জোরপূর্বক পিতার জমি লিখে নিতে পিতা রুহুল আমিনকে বেধরক মারধর করেছে ছেলে জিসান ও স্ত্রী নূর জাহান। স্ত্রী ও ছেলের আঘাতে গুরুত্বর জখম হয়ে বর্তমানে সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আহত রুহুল আমিন জানান আমি আম ব্যবসায়ী। তিনি দেবহাটা উপজেলার কুলিয়া বহেরা গ্রামের মৃত বেলায়েত আলী সরদারের ছেলে। বুধবার বেলা ১১টায় বহেরা গ্রামে রুহুল আমিনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত রুহুল আমিনের ভাই শরিফুল ইসলাম। স্থানীয়রা জানান, ‘রুহুল আমিনের কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করে তার স্ত্রী নুরজাহান ও ছেলে জিসান। বুধবার বেলা ১১টার দিকে হটাৎ রুহুল আমিনের চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। এসময় আমরা বাঁধা দিতে গেলেও আমাদের উপর চড়াও হয়ে ওঠে তারা। এক পর্যায়ে রুহুল আমিনকে পিটিয়ে বেহুঁশ অবস্থায় ঘরের ভেতর রেখে বাইরের থেকে তালা লাগিয়ে দেয় তারা। পরে স্থানীয় গ্রাম পুলিশ মাসুদ এসে রুহুল আমিনকে উদ্ধার করে । রুহুল আমিনের ভাই শরিফুল ও স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহত রুহুল আমিন জানান, ‘বুধবার বেলা ১১টার দিকে হটাৎ আমার ছেলে জিসান এসে আমাকে কিল,ঘুষি ও লাথি মারতে থাকে। এরপর আমার স্ত্রী লাঠি দিয়ে পিটাতে থাকে এবং আমার জমি তাদের নামে লিখে দেওয়ার চাপ প্রয়োগ করতে থাকে। জমি লিখে না দিলে আমার মেরে ফেলার হুমকি দিতে থাকে।’ এব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা ও করেছেন আহত রুহুল আমিন।




Leave a Reply

Your email address will not be published.