উপকূলীয় প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু বিপদাপন্ন জনগোষ্ঠীর নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির অর্থায়নের জন্য গণশুনানি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অক্সফাম এর আয়োজনে এবং সুইডেন সারভিজ, ব্রেকিং দ্য সাইলেন্স ও সিএনআরএস এর সহযোগিতায় ০৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।

ব্রেকিং দ্য সাইলেন্স এর মো. শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, অক্সফাম ইন বাংলাদেশ এর প্রোগ্রাম হেড মাহমুদা সুলতানা, ব্রেকিং দ্যা সাইলেন্স প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়ারদার, বুড়িগোয়ালিনী ইউনিয়নের বীট ইনচার্জ এস.আই পিংকু কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ প্রমুখ।

গণশুনানি অনুষ্ঠানে উপকূলীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অঞ্চলের অধিবাসী রা জলবায়ু বিপদাপন্ন জনগোষ্ঠীর সমস্যা নিয়ে কথা বলেন।




Leave a Reply

Your email address will not be published.