সমাজের আলো: আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নে আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সরকারি জলমহল বা খালসমূহে আড়াআড়ি ভাবে দেওয়া সকল অবৈধ বাঁধ ও নেট পাটা অপসরন জরুরী। তা না হলে এসব এলাকার ধান চাষীদের কষ্টের সীমা থাকবে না। অন্য দিকে করোনা মহামারীর কারণে খাদ্য সংকটে পড়বে এসব ইউনিয়নের হতদরিদ্র সাধারণ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের কৃষি ও কৃষক বান্ধব সরকারের অর্জন ম্লান হবে। এ দু ইউনিয়নের জলমহল / খাল সমূহ…স্নরণ রাখা দরকার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আমপানে নদীর বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত। আশাশুনি উপজেলার বড়দল বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রাম সংলগ্ন চেউটিয়া নদী /খালে একাধিক আড়াআড়ি বাঁধ নেট পাটা,জেলপাতুয়া গ্রাম থেকে শুরু করে গোয়ালডাঙ্গা গ্রাম পর্যন্ত একাধিক স্থানে আড়াআড়ি বাঁধ দেওয়া, মুরারীকাটি ও তুয়ারডাঙ্গা খালসমূহ একাধিক নেটপাটা,বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে ধান চাষ ব্যাহত ঘটাচ্ছে। খাজরা ইউনিয়ন এর কালকি স্লুইচ গেট সংলগ্ন খালে নেটপাটা,ফটিকখালি প্রাইমারি স্কুল সংলগ্ন কালভার্ট এ নিচে আড়াআড়ি বাঁধ,গজুয়া কাটি,সুরের আবাদ, এসব এলাকার খালগুলোতে আড়াআড়ি বাঁধ দিয়ে এলাকার কতিপয় প্রভাবশালী ও দখলবাজরা। এলাকার সাধারণ মানুষরা এসব দখলবাজদের বিরুদ্ধে অভিযোগ আনতে সাহস পায় না




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *