আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির হলেও সে অনুযায়ী নাগরিক সুবিধা পায় না পৌরবাসী। খানাখন্দে ভরা পৌর এলাকার রাস্তাঘাট। নেই সুষ্ঠু ড্রেনেজ ও পয়নিষ্কাশনের ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যায় শহরের সড়কসহ, বসতবাড়ির আঙিনা, এমনকি তাদের থাকার ঘরটিও। গত কয়েকদিনের বৃষ্টিতে নতুন করে পৌর শহরের আরও নতুন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একদিকে করোনা অপরদিকে সৃষ্ট জলবদ্ধতার দূষিত পানি থেকে ডেঙ্গুতে আক্রান্তের ভয়ে থমকে গেছে পৌরবাসীর জীবন। সাতক্ষীরা সদর পৌরসভা সূত্রে জানা যায়, ১৮৬৯ সালে ৩১.১০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে খুলনা বিভাগের প্রথম পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৮ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ৯টি ওয়ার্ডে ৪০টি মহল্লা নিয়ে গঠিত পৌরসভায় বর্তমানে কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার নির্বাচনের আগে মেযর ও পৌরসভার কাউন্সিলর প্রার্থীরা পৌরবাসীর মুখোমুখি হয়ে ২০১৫ সালের ২৩ ডিসেম্বরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জার্ক পার্কে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত প্রার্থীদের পরিচিতি ও জনগণের মুখোমুখি শীর্ষক অনুষ্ঠানে, জলাবদ্ধতামুক্ত পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে দুঃখের বিষয় এই যে, পৌর নির্বাচনের প্রায় ৫বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত পৌর মেয়র, কাউন্সিলরা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বলে অভিযোগ পৌরবাসীর। নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবাদানে তৃতীয় শ্রেণির পৌরসভারও ধারে কাছে যেতে পারছে না, নিজেদের প্রতিশ্রুতি পূরণে পৌর কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে। জানা গেছে, সাতক্ষীরা পৌর এলাকায় প্রায় ২০০ কিলোমিটার ড্রেন রয়েছে। এর মধ্যে আরসিসি ড্রেন রয়েছে ১০.৭৯ কিলোমিটার, পাকা ড্রেন রয়েছে ৫৭.৫০ কিলোমিটার এবং কাঁচা ড্রেন রয়েছে ১১৫.২৪ কিলোমিটার। ২০১৬-১৭ অর্থবছরে যে বাজেট ঘোষণা করা হয়েছিলো তা থেকে ড্রেন মেরামত ও সংস্কারের জন্য ১১ লাখ ২৫ হাজার ৭শ ৬৩ টাকা। ২০১৭-২০১৮ অর্থবছরে ৭৪ কোটি ২০ লাখ টাকার বাজেটের ভিতরে ৩০ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ৬০ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৫১৪ টাকার বাজেটের ভিতরে ২০ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে ৫৯ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার টাকার বাজেটের ভিতরে মোটা অংকের টাকা বাজেট থাকলেও কাজ হয়না?




Leave a Reply

Your email address will not be published.