আজহারুল ইসলাম সাদী: জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা শহরতলীর মাছখোলায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় মাছ খোলা ক্লাব মোড় চত্ত্বরে উক্ত সমাবেশ ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য এড. শাহনাজ পারভীন মিলি, জেলা বাসদ নেতা এড. শেখ আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, জেএসডি এর সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউপির ৩নং ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান, ২ নং ওয়ার্ড ব্রহ্মরাজপুর ইউপি সদস্য নুর ইসলাম মাগরেব প্রমুখ।৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রফি প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. নুরুল ইসলাম, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জহুরুল হক খোকাসহ স্থানীয় ব্যক্তিরা।নাগরিক সমাবেশে বক্তারা বলেন, এই এলাকার শত শত মানুষ এখন পানির মধ্যে বসবাস করছে।রাস্তায় পানি, ঘরের মধ্যে পানি, রান্না ঘরে পানি, বাথরুম ও পানির মধ্যে।প্রতি বছরই এই অবস্থার সৃষ্ঠি হচ্ছে এবং তার পরিধি বেড়েই চলেছে।বক্তারা আরও বলেন, ২০১৩ সালে জলবায়ু তহবিলের ২৫ কোটি টাকা ব্যয়ে বেতনা খনন করা হলো। কিন্তু তার কোন উপকার এলাকার মানুষ পেল না। আবার ৪৭৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ হচ্ছে গত এক বছর ধরে। কিন্তু যেখানে মানুষের দুর্ভোগের কমতি নেই, প্রতিবারই প্রকল্পগুলো বাস্তবায়ন হয় এভাবেই। ফলে সরকারের টাকা ব্যয় হলেও মানুষের দুর্ভোগ কমছে না। বক্তারা এই পরিস্থিতির স্থায়ী সমাধানে জেলা নাগরিক কমিটির ১৩ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করার আহবান জানান।নাগরিক সমাবেশের সঞ্চালনায় ছিলেনজেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *