সমাজের আলো: সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা পৌর এলাকার কাটিয়া, গদাইবিল, লস্করপাড়াসহ সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও তালা উপজেলার একাংশের জলাবদ্ধতা দূর করতে উন্নতমানের দুটি ইলেকট্রিক সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সহযোগীতায় সদর উপজেলার শাল্যে গ্রামে উপস্থিত হয়ে এই সেচ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, ২০১৫ সাল থেকে নেদারল্যান্ডের সাথে সাতক্ষীরার বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়ে নিয়মিত আলোচনা চলতো। তারই ফলশ্রুতিতে আজকে উন্নতমানের দুইটি সেচ পাম্প উদ্বোধন করা হয়েছে। এবং পরবর্তীতে আরেকটি সেচ পাম্প চালু করা হবে বলে জানান তিনি। আর এই সেচ পাম্পের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি সেকেন্ডে ৬৬টি লিটার পানি তোলা সম্ভব। এতেকরে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড, সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও তালা উপজেলার একাংশের জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেতে যাচ্ছে ওই এলাকার মানুষেরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *