সমাজের আলো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে সাহিত্যের নামে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে নিজ ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস (বড় বড় চোরদের মৃত্যুতে রাষ্ট্র নায়কেরা ব্যথিত হবেন শোক প্রকাশ করবেন এটাও বেদনার, এটাও শোকের!) দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কলেজ প্রভাষক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরার সভাপতির মো: মনিরুজ্জামান ওরফে মন্ময় মনিরের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ সংগঠনের একাংশের কর্মীরা। গঠনতন্ত্র না মেনে বিগত ১৫ বছর ঐ সংগঠনের স্ব-ঘোষিত সভাপতি সেজে আসছেন তিনি । সম্প্রতি সাতক্ষীরার একাধিক স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে আবারও আগামী ৩ বছরের জন্য নিজেই স্ব-ঘোষিত সভাপতি পদে বসেছেন। ওই সংবাদের মধ্যে যাদের নাম উল্লেখ আছে তাদের এক তৃতীয়াংশ আবৃত্তি বিষয়ক কর্মকান্ডের সাথে যুক্ত নহে। অথচ মুজিববর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে ওই মনির সাহিত্য ব্যবসা করতে মাঠে নেমেছে। সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতারা বলছেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫(১) ধারা অনুযায়ী সাতটি সহযোগী সংগঠন রয়েছে। এর বাইরে দুটি সংগঠন ‘জাতীয় শ্রমিক লীগ’ ও ‘ছাত্রলীগ’-এর নাম গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে। তবে তারা নিজ নিজ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু কোন তালিকায় এই সংগঠনের নাম উল্লেখ নেই। এবং ঐ সংগঠনকে দলীয় গঠনতন্ত্র অনুসারে কোনও স্বীকৃতিও দেওয়া হয় নি। তাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কোনও প্রশ্নই থাকে না। তবে এ সংগঠনটি যদি বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কোনো অপরাধমূলক কর্মকান্ড করে, সকল সাহিত্যপ্রেমীদের ঐক্যবদ্ধ করে প্রতিহত করা জরুরী। অনুসন্ধানে জানা যায়, ২০০৪ সালের শেষের দিকে বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে জামায়াত পরিবারের ছেলে মন্ময় মনির। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে সাহিত্য ব্যবসা করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা নামে একটি সংগঠন গড়ে তোলে। নিজেই ওই সংগঠনের স্ব-ঘোষিত সভাপতি বনে যান। এরপর থেকে ঐ সংগঠনের নাম ব্যবহার করে সরকারি-বেসরকারি অনুদান সংগ্রহের মাধ্যমেও বিভিন্ন সময়ে বিএনপি-জামায়াত-শিবির-আওয়ামীলীগ নেতাদের পাশাপাশি জেলার বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে নিজেই পকেটস্থ করেছেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়, ২০১৫ সালের ১৯ আগষ্ট বা/শি/এ/ডিজি/বিবিধও-০৬/২০১৫/৪৮৪ নং স্মারকে সাতক্ষীরা জেলার ৮ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে ৫ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নামে ২০ হাজার টাকা, ২০১৬ সালের ১২ জুন ৪৬.১০.০০০০.১১৬.৩৯.০০২-৮-২০১৫/২২৮ নং স্মারকে ৯ টি জেলার ৬৯াট সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে সাতক্ষীরার ৯টি সংগঠনের মধ্যে ৪৪ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নামে ২০ হাজার টাকা, ২০১৭ সালের ১২ জুন ৪৩.১০.০০.০০০০.১১৬.৩৯.০০২.১৫/৭৪ নং স্মারকে ১০ টি জেলার ৭৬ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে সাতক্ষীরার ১০ টি সংগঠনের তালিকায় ৩৬ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নামে ২০ হাজার টাকা, ২০১৮ সালের ২৭ মে ৪৩.০০.০০০০.১১৬.০২.০৩৪.১৭.৩৯ নং স্মারকে সাতক্ষীরার ১৭ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে ৬ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নামে ২০ হাজার টাকা, ২০১৯ সালের ২৩ মে ৪৩.০০.০০০০.১১৬.০২.০৩৪.১৭.৩৯ নং স্মারকে সাতক্ষীরার ১৮ টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে ৬ নং ক্রমিকে বঙ্গবন্ধু আব”ত্তি পরিষদ সাতক্ষীরার নামে ২০ হাজার টাকা ও ২০২০ সালের ০৯ জুন ৪৩.০০.০০০০.১১৬.০২.০১৭.১৯ (অংশ).৩৯ নং স্মারকে জেলার ২২টি সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের মধ্যে ৬ নং ক্রমিকে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরার নামে ২০ হাজার টাকা বরাদ্দ এসেছিল। ওই সুচতুর ও দুর্নিতিবাজ স্ব-ঘোষিত সভাপতি উক্ত বরাদ্দকৃত টাকা নিজে তুলে আত্মসাৎ করেই ক্যান্ত থাকেননি; বরং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার কাছে নিজের মনগড়া ভূয়া বিল ভাউচারও জমা দিয়েছিলেন। এছাড়াও সাহিত্য পত্রিকা প্রকাশের নামে জেলার সাহিত্যনুরাগীদের কাছ থেকে অনুদানের টাকাও তুলেছিল। ওই টাকার হিসাব ও তার অনৈতিক কাজের প্রতিবাদ করায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরার সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনকে বিনা নোটিশে আত্মসম্পণের সুযোগ না দিয়ে বহিষ্কার করেন। এছাড়াও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক মাহামুদ হাসানকে স্ব-ঘোষিত সভাপতি মন্ময় লাঞিÍত করলে তিনি নিজ সম্মান রক্ষার্থে উক্ত পদ থেকে পদত্যাগ করেন। এরপর পদাধিকার বলে ঐ সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে মুনসুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর ঐ স্ব-ঘোষিত সভাপতির অনৈতিক ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদ করার পাশাপাশি সংগঠনের নামে বরাদ্দকৃত সরকারি অনুদানের টাকার হিসাব চাইলে মুনসুর রহমানকেও তিনি কমিটি থেকে বাদ দিয়েছেন। এরপরে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের সংগঠকরাও মন্ময় মনিরের এই অগঠনতান্ত্রিক কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সাহিত্যপ্রেমী জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে সাতক্ষীরায় শতাধিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠলেও স্ব-ঘোষিত সভাপতিদের সরকারি-বেসরকারি অনুদানের টাকা আত্মসাৎ ও সংগঠনের সদস্যদের মাঝে কোনো আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় বেশকিছু সংগঠন নিস্ক্রিয় হয়ে যাচ্ছে এবং কিছু কিছু সংগঠন ভেঙ্গে দুটি সংগঠনে রুপান্তরিত হ”েছ। এরই বহিঃপ্রকাশ বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা। এই সংগঠনটি আবৃত্তির মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনাকে জনমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আত্মপ্রকাশ ঘটলেও স্ব-ঘোষিত সভাপতির জন্য অদ্যবধি সম্ভব হয়নি। যখন ঢাকা শহরে থাকতো মনির তখন দু’মুঠো ভাত কিনে খাওয়ার টাকাও ছিল না। অথচ আলাদিনের চেরাগের মতো বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে সাহিত্য ব্যবসা




Leave a Reply

Your email address will not be published.