সমাজের আলো: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকালে শহরের সঙ্গীতামোড়স্থ রাধা নগর এলাকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, সাধারন সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, মৎস্যজীবি দল সভাপতি আসিফুর রহমান তুহিন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতাকামী সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে সা¤্রাজ্যবাদ ও সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বন্দি অবস্থা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্ত করে তার কাছে দায়িত্ব অর্পণ করেছিলেন। আর সে দিন থেকেই আধুনিক বাংলাদেশের নতুন একটি অধ্যায় শুরু হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে দেশটাকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। একটি স্বাধীন স্বতন্ত্র জাতি হিসাবে দেশটাকে তিনি গড়ে তোলেন। বক্তারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদের রাজনীতি ও দর্শনকে অনুসরণ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published.