তালা প্রতিনিধি
বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক পরিচালিত জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২০ এর জাতীয় পর্যায়ে পুরষ্কার লাভ করেছে তালার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র জাবের অংগন। সে বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন/বিজ্ঞান প্রজেক্টে সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করে। তার প্রজেক্টের নাম ছিল ‘স্মার্ট হাউজ’ এবং এটি তৈরিতে সে ২০ অধিক আধুনিক প্রযুক্তি প্রদর্শন করতে সক্ষম হয়। জাবের অংগনের পিতা অলিউল ইসলাম তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা নাজনীন আক্তার কেয়া কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করেন। রবিবার (২৯ জানুয়ারি) রাতে বিকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং শিশু একাডেমির মহাপরিচালক লাকি এনামসহ সরকারের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।




Leave a Reply

Your email address will not be published.