সমাজের আলো : জাপানে সি অফ ট্রি” নামে একটি জঙ্গল আছে। যেখানে কিছুদূর হাঁটলেই দেখতে পাবেন গাছ গুলোর ডালে মানুষের কঙ্কাল ঝুলছে। প্রতি বছর এখানে প্রচুর মানুষ সুইসাইড করতে আসে। কেউ কেউ অনেক দূর দেশ থেকে টাকা খরচ করে মরতে আসে আত্মহত্যার জন্য পছন্দনীয় এই জঙ্গলে। মৃত্যুর জন্য এই জায়গাটি বেছে নেয়ার কারন হিসেবে জানা যায় মৃত্যুর পর যেন কেউ কখনো তাদের মৃতদেহগুলো খুঁজে না পায়। মানুষ বড়ই অভিমানী প্রাণী। মনোবিজ্ঞানীরা বলছেন প্রতিটি সুইসাইডের পিছনে তিনটি বিষয় বেশি কাজ করে, অভিমান হতাশা আর আত্মবিশ্বাসের অভাব। আর তাই জাপানিরা সবকিছু থেকে আড়ালে চলে যাওয়ার জন্য এমনকি মৃত্যুর পরও পরিবার ও প্রিয়জনদের আড়ালে থাকাতে আত্মহত্যার জন্য এই জঙ্গলকেই বেছে নেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *