সমাজের আলো :  জামায়াতের ক্যাডার থেকে যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক। সেখান থেকেই এক লাফে বাগিয়ে নিলেন ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক এর পদ। তিনি তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলোরামপুর গ্রামের লিটন মোড়লের কথা। তিনি একসময় প্রত্যক্ষভাবে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০১৪ সালে ক্ষমতাসীন দলের কিছু অসাধু নেতার হাত ধরেই যুবলীগের ওয়ার্ড পর্যায়ে পদার্পণ, একই বছরে যুবলীগের মাগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অলিখিত সাধারণ সম্পাদক।পরে চলতি বছরের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগের মাগুরা ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক এর পদ টি বাগিয়ে নেন।সহযোগিতা করেন স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা। এ ঘটনায় কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, লিটন মন্ডল দীর্ঘদিন ধরে জামায়াত-বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। হাওয়ায় গা ভাসিয়ে বর্তমানে তিনি কৃষকলীগ নেতা সেজেছেন। কৃষকলীগের গত আহবায়ক কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, আমি ছাত্রজীবন থেকে পৈত্রিক সূত্রে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ঠিক তারই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে থেকে দীর্ঘ ২০ বছর কৃষকলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি । পরবর্তীতে আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হই। কিন্তু আমার অবর্তমানে উপজেলা কমিটির নেতৃবৃন্দ জামাত ক্যাডার লিটন মোড়লকে কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক করে কমিটির অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায় নি। বাংলাদেশ কৃষক লীগ তালা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শংকর দাস বলেন, লিটন মোড়ল একজন জামাত ক্যাডার এবং একজন চিহ্নিত সন্ত্রাসী। সে যদি কৃষকলীগের ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হয় তাহলে দলের সুনাম ক্ষুণœ হবে। দলের সুনাম অক্ষুণœ রাখতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইউনিয় আওয়ামী লীগের সভাপতি গনেশ দেবনাথ বলেন, অপকর্মে জড়িতরা অনুপ্রবেশকারী। প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর রবিবার সাতক্ষীরা জেলার তালা উপজেলা মাগুরা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *