রবিউল ইসলাম: নিলাম এর জাল কাগজ তৈরী করে উপজেলা সদরের মাহমুদ মৌজায় ত্রিশটিরও বেশি পরিবারের ভোগদখলীয় সম্পত্তি জবর দখল ষড়যন্ত্রের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা বারটা থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তোভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধনে অভিযোগ করা হয় উপজেলার ফুলতলা গ্রামের গোলাম মোস্তফা ওরফে ভাটা মোস্তফা তাদের বাষট্টি বছরের ভোগদখলীয় ৪০ বিঘারও বেশি জমি জবর দখলের চেষ্টা করছে। আকস্মিকভাবে তিনি ১৯৫৮ সালের একটি নিলামের কাগজ হাজির করে একসাথে বাষট্টি বছরের খাজনা পরিশোধ করে তাদেরকে পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। সহকারী তহশীলদার অসীম কুমার দে’র সহায়তায় জাল কাগজ তৈয়ারের পর এখন বিত্তশালী গোলাম মোস্তফা প্রশাসনের পদস্থ কর্তব্যক্তিদের ‘ম্যানেজ’ করে তাদের নায্য সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। প্রভাব ও বিত্তশালী হওয়ায় গোলাম মোস্তফা অসহায় মুসলিম ও হিন্দু পরিবারগুলোকে নানাভাবে হয়রানী করছে বলেও তারা অভিযোগ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আবু তাহের, ডা. সাইদুল ইসলাম, সাহাদাৎ হোসেন, সৌরেন্দ্রনাথ সাহা, ওয়াজেদ মিস্ত্রি, জান্নাতুল ফেরদাউস, আনোয়ারা বেগম, নাজমা বেগমসহ অসংখ্য নারী ও পুরুষ। অভিযোগের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ইতোমধ্যে এসি ল্যান্ড অফিসের শুনানীর পর রায় অঅমার পক্ষে এসেছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন, ইউএনও সাহেবের তদন্তে প্রমানিত হবে তাদের অভিযোগ মিথ্যা।




Leave a Reply

Your email address will not be published.