সমাজের আলো: ভোলার চরফ্যাশনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিতর্কিত স্কুলশিক্ষক মো. গোলাম হোসেন সেন্টুর জাল সনদ সংক্রান্ত বিভাগীয় মামলার শুনানি অনুষ্ঠিত হসয়েছে। আজ রোববার প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ চর মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন সেন্টু উত্তর চাচড়া মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার ১৯৯১ সালের আলিম পরীক্ষার জাল সার্টিফিকেট তৈরি করে ৩ ফেব্রুয়ারি ১৯৯১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। অথচ ওই মাদ্রাসায় ১৯৯১ সালে মো. গোলাম হোসেন নামে কোনো ছাত্র আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করেন নাই। এই কারণে গোলাম হোসেনের গেজেট বাতিলসহ এতদিনের উত্তোলিত টাকা আদায়ের ব্যবস্থা ও জাল জালিয়াতির বিচার চেয়ে গত ২৬ এপ্রিল ২০১৭ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেন দক্ষিণ মঙ্গল গ্রামের শাহেদ আলী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *