ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা)ঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে উপজেলা মাদক সম্রাজ্ঞী একাধিক
মাদক মামলার আসামি মনোয়ারা ওরফে মনু(৫০) তার চার সহযোগীসহ বুধবার সকালে
গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কবল থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা
হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,জীবননগর উপজেলার সীমান্ত
ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শফিউদ্দিনের স্ত্রী মনোয়ারা ওরফে মনু এলাকায়
একজন মাদক স¤্রাজ্ঞী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ৫-৬ টি মাদকের
মামলা রয়েছে। তারপরও তার সহযোগীদের নিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী মনু ফেনসিডিলের
একটি চালান তার সহযোগীদের মাধ্যমে বিক্রির চেষ্টা করছে। এ সংবাদের
ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মনুর বাড়ীতে অভিযান
পরিচালনা করা হয়। সেখানে মনুসহ তার চার সহযোগীকে ২৫ বোতল ফেনসিডিলসহ
গ্রেফতার করা হয়।
অন্যান্য গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া
গ্রামের মহিদুল ইসলামের ছেলে রাজু মিয়া(২৪),ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার
সলেমানপুর বাজারপাড়ার হযরত আলীর ছেলে ফারক হোসেন(২৫),কোটচাঁদপুর শহরের
বাজারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ইকরামুল হক(২৯),কোটচাঁদপুর গাবতলা পাড়ার
ইউসুফ আলীর ছেলে আব্দুর নুর ওরফে সুইট(২৮)। গ্রেফতারকৃত সকল আসামীদেরকে
জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *