ফরহাদ আহমেদ, জীবননগর(চুয়াডাঙ্গা):- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহের ছেলে বহুল আলোচিত নয়ন(৩০) ডাকাতি প্রস্তুতি কালে মহেশপুর থানা পুলিশের হাতে দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছে। এ সময় পুলিশ তাদের দখল হতে বেআইনি অস্ত্র-শস্ত্র উদ্ধার করেন। নয়ন এলাকায় গড ফাদার ও ত্রাস হিসাবে পরিচিত।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানান, জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ জন্ম সুত্রে রাযপুর গ্রামের বাসিন্দা হলেও তিনি স্থায়ী বসবাস করেন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে। তার ছেলে ইমরুল হাসান নয়নের বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল,সে এলাকায় মাদক,চাঁদাবাজি,দখলবাজ,ডাকাতি,চাকরি দেয়ার নামে মানুষের নিকট থেকে টাকা নিয়ে প্রতারণা ইত্যাদি নানা অপরাধ কর্মকান্ডের মুল হোতা। তার এসব অপকর্ম এলাকায় অপেন সিক্রেট হলেও কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতো না। বাবা ক্ষমতাসিন দলের নেতা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,অবৈধ টাকার দাপট সব কিছুই বেপরোয়া করে তোলে নয়নকে।
রায়পুর ইউনিয়ন পরিষদের মেম্বার আকবর আলী,আব্দুল মান্নান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন খানসহ এলাকার একাধিক মানুষের অভিযোগ নয়ন আমাদের এলাকায় ত্রাস। তার অবৈধ অস্ত্রের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত ছিল। সে মহেশপুর এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নি:শ্বাস বইছে। তার বিরুদ্ধে সঠিক তদন্ত হলে আরো ভয়ংকর তথ্য বেরিয়ে আসবে এবং তার সাঙ্গ-পাঙ্গদের মুখোশ বেরিয়ে আসবে। আমরা মহেশপুর থানার ওসি সাহেব ধন্যবাদ জানাচ্ছি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন বলেন, নয়ন ও কোটচাঁদপুর উপজেলার সদরের আখ সেন্টার পাড়ার মমিন পাঠানের ছেলে রেজাউল পাঠান(৪০) এবং একরামুল হক(৩০) তাদের সহযোগিরা মিলে ডাকাতি প্রস্তুতি কালে পুরন্দরপুর গ্রামের রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা আন্ত:জেলা ডাকাত সিন্ডিকেটের সদস্য। তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো চাইনিজ কুড়াল, হাসুয়া,দা ইত্যাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা সন্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। রেজাউল পাঠান একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি ডাকাতি প্রস্তুতির অপরাধে মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *