সমাজের আলোঃ বান্দরবা‌নের রাজ‌বিলার বাঘমারা এলাকায় জেএসএস’র দুই গ্রু‌পের মধ্যে থেমে থেমে এই গোলাগু‌লি‌র আওয়াজ পাওয়া গেছে। এতে জেএসএস সংস্কার’র সভাপতিসহ ছয় সদস্য নিহত হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও অন্তত দু’জন। মঙ্গলবার (৭ জুলাই) ভো‌রে সদ‌রের বাঘমারায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার’র জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। গু‌লি‌বিদ্ধ দু’জন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস)-এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময় হয়। এ ঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ছয় জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও দু’জন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। পরে এ‌ বিষ‌য়ে বিস্তা‌রিত বলা যাবে।

এঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যঅপক মেসবাহ কামাল বলেন, তাদের মধ্যে তো এরকম ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যায় নি। তবে হত্যাকান্ড হয়েছে। কিন্তু এটি খুবই দু:খজনক। আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক গবেষনা করেছি। তবে এসব দেখে অিামরা খুবই আতঙ্কিত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *