সমাজের আলো : সাত উপজেলার মধ্যে পাঁচ উপজেলার ৫১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে তালা উপজেলান ১২টির মধ্যে ১১টি এবং কলারোয়া উপজেলার ১২টির মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টির মধ্যে ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় নির্বাচন। এরপর ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয় দেবহাটার ৫টি ও কালিগঞ্জের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট ৫১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১৮জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১৭জন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ১০জন, জাতীয় পার্টির লাঙল প্রতীকে ১ ও স্বতন্ত্র ১জন, জামাতের ৩জন এবং ওয়ার্কার্স পার্টির একজন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রথম ধাপের নির্বাচনে তালা উপজেলায় নৌকার প্রার্থী ৫, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২, স্বতন্ত্র ২, জামাতের এক এবং ওয়ার্কার্স পার্টির একজন বিজয়ী হয়েছেন। এ উপজেলায় বাকী রয়েছে কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচন। যা চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে। কলারোয়া উপজেলায় নৌকার প্রার্থী ৪জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৫জন এবং একজন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এ ইউনিয়নে বাকী রয়েছে কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে এ দুটি ইউনিয়নের নির্বাচন। সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকে ৩টি, আওয়ামী লীগের বিদ্রোহী ৫টি, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ২টি, জাপা ১টি ও জামায়াত ২টিতে জয়লাভ করেছে। সাতক্ষীরা সদরে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে দু’বছর পর। দেবহাটা উপজেলার ৫টি ইউপির মধ্যে ১টিতে নৌকার বিজয়ী হয়েছেন। বাকী ৪টি ইউপিতে ৩টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র এবং একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টি নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকী ৭টির মধ্যে ১টি জাতীয়পার্টি, ২টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র এবং ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.