রবিউল ইসলামঃ সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুকে জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভূয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন আপত্তিকর পোস্ট করে একটি মহল তাকে সামাজিক ভাবে হেয় করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি অত্যন্ত দু:খ জনক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট দলের স্থানীয় নেতা কর্মীরা। এ ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা। সেই সাথে তারা ওই ভূয়া আইডিধারীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ। এ বিষয়ে সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ বলেন, “আশরাফুজ্জামান আশু দীর্ঘ দিন অত্যন্ত সুনামের সাথে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন এবং জেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করে রেখেছেন।” তাকে সামাজিক ভাবে হেয় করে সাতক্ষীরায় জাতীয় পার্টিকে বিতর্কিত করতে এই ধরনের পায়তারা করা হচ্ছে। সাধারণ সম্পাদক এম, কামরুজ্জামান বলেন, “আশরাফুজ্জামান আশু জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সহ -সভাপতি, টাউন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সাবেক সভাপতি। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।” তার যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে। তার মত ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের ঘটনায় শ্যামনগর উপজেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মর্মাহত। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, শ্যামনগরে নিন্দা”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *