জি এম ফিরোজ উদ্দিন,মণিরামপুর (যশোর): ‘মানবতা বেঁচে নেই-মানবতা মরে নাই’-কথাটি একটু অসংলগ্ন বা এলোমেলো হয়েছে, তাই না? তবু ইচ্ছা করেই এ এলোমেলো কথা গুলো লিখতে আমার এতটুকু আক্ষেপ নেই। কারণ কয়েকদিন আগের কথা, সংসারের অভাব ঘোছাতে মাত্র ১২ বছর বয়সেই ভ্যান নিয়ে রাস্তায় নেমে পড়েন রাকিব হোসেন নামে এক অভাগা কিশোর। কিন্তু সেখানেও বিধি বাম। চার জন অপরিচিতি লোক চুকনগরে যাবার কথা বলে ৪শ’ টাকায় ভাড়া করে রাকিবের ভ্যান। চুকনাগরে নিয়ে রাকিবকে জীবন নাশের ভয় দেখিয়ে ভ্যানটি কেড়ে নেয় ওই চার বিবেক ও মানবতাহীন মানুষ নামের নিকৃষ্টতম প্রাণী। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে চরম অসহায় অবস্থায় দিনাতিপাত করতে থাকে রাকিবের পরিবার। রাকিব হোসেন যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের দীনমজুর মিজানুর রহমানের ছেলে। এদিকে ভ্যান খোয়ানো রাকিবের পরিবারের অসহায়ত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একই এলাকার সোহেল নামের এক যুবকসহ সমাজের মানব দরদী বিবেকবাণ কিছু মানুষ। সোহেল ফেসবুক গ্রুপ ‘হৃদয়ে মণিরামপুর’ পরিবারের সদস্য। বিষয়টি নজরে আসে গ্রুপের আসাদুজ্জামান মিন্টু, প্রবাসী ব্যবসায়ী মনিরুজ্জামান টিটোসহ অনেকেরই। রাকিবকে নতুন ভ্যান কিনে দেয়ার জন্য অর্থ সংগ্রহে নেমে পড়েন তারা। তাদের সংগৃহিত অর্থে নতুন করে তৈরী করা হয় ব্যাটারি চালিত ভ্যান। শনিবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাব চত্ত্বরে একটি ব্যাটারি চালিত ভ্যান ‘হৃদয়ে মণিরামপুর’ গ্রুপের পক্ষ থেকে রাকিবকে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য শামছুজ্জামান, প্রভাষক মুস্তাহিদুর রহমান চঞ্চল, সোহেল, জাফর হোসেন প্রমূখ। জি, এবার বলেন? ‘মানবতা বেঁচে নেই-মানবতা মরে নাই’- এ বাক্যটি ব্যবহার করা কি ঠিক হয়েছে?




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *