শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে প্রকল্প নিশ্চিতকরনে পত্র বিতরণ করা হয়েছে। আর্থিক সহযোগিতার অংশ হিসেবে ১৬ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি ১৩টি প্রকল্প নিশ্চিতকরণের পত্র বিতরণ করেন। মোট ১৩ লক্ষ টাকার প্রকল্পে ৫টি মসজিদ,৬টি মন্দির,১টি স্কুল ও ১টি মাদ্রসার উন্নয়ন ও সংস্কার কাজের জন্য এই বরাদ্দ দেওয়া হয়। মুন্সিগঞ্জ মৌখালী জামে মসজিদ, আবাদ চন্ডিপুর পূর্বপাড়া জামে মসজিদ, দাতিনাখালি সুন্দরবন জামে মসজিদ, নীলডুমুর গাজী বাড়ি বাইতুস সালাম জামে মসজিদ, মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদ, মুন্সিগঞ্জ উত্তর কদমতলা সার্বজনীন শ্রী শ্রী মন্দির, আবাদ চন্ডিপুর সার্বজনীন দূর্গা মন্দির, বুড়িগোয়ালিনী বিল আইট সার্বজনীন কৃষ্ণ মন্দির, আড়পাঙ্গাশিয়া বিল আইট মা মনসা মন্দির, আড়পাঙ্গাশিয়া ঐতিহ্যবাহী রাস মেলা প্রাঙ্গণে অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, আটুলিয়া বীরসিংহ সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির, আটুলিয়া নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে এই পত্র বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি। এসময় প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আকরাম হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (১,২ ও ৩ )সংরক্ষিত আসনের ইউপি সদস্য জামিলা খাতুন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, শিক্ষক প্রভাত চন্দ্র ও বুড়িগোয়ালিনী পোস্ট অফিসের সাবেক পোস্টমাস্টার শাহাদাত হোসেনসহ আরো অনেকে।

এ সময় মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদের সভাপতি মহিদুল ইসলাম মসজিদ কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই বরাদ্দের পত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান সভাপতি ও সম্পাদক মন্ডলীর উদ্দেশ্যে জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর এই উন্নতির ছোঁয়াকে পৌঁছে দেয়াটাই জনপ্রতিনিধি হিসেবে আমাদের কাজ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার দিক নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদ সংশ্লিষ্ট সকল কাজ যথাযথ ভাবে করার চেষ্টা করি। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে এমন উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এ সময় প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সম্পাদক সহ সকলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলামের দীর্ঘায়ু কামনা করেন। এমন প্রকল্প পেয়ে সকলে সন্তোষ প্রকাশ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.