সমাজের আলো : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটার কশাই খানা নামে খ্যাত জনসেবা ক্লিনিকে এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। ৩০লক্ষ শাহীদেও রক্ষের বিনিময়ে অর্জিত আমাদেও স্বাধীনতা। দীর্ঘ ৯মাস রক্ষ ক্ষয়ী যুদ্ধোর বিনিময়ে ১৬ডিসেম্বও বিশ্বের মানচিত্রে লাল সবুজের দেশ হিসেবে স্বাধীন বাংলা নামে একটি দেশ স্থান পায়। আর এই বিজয়ের দিনেই বাংলার লাল সবুজের পতাকা অবমাননার অভিযোগ উঠেছে বুধহাটা জনসেবা ক্লিনিক নামে এক বে-সরকারী ক্লিনিকের বিরুদ্ধে। সরেজমিন গিয়ে দেখা গেছে, ২৬মার্চ শনিবার রাত ৮টায় দিকে স্থানীয়রা বুধহাটা বকুলতলা নামক স্থানে জনসেবা ক্লিনিকে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখতে পেয়ে গনমাধ্যম কর্মীদের খবর দেয়। তাৎক্ষনিক গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, বিজয়ের মাসেই জনসেবা ক্লিনিকে লাল সবুজের জাতীয় পতাকার অবমাননার দৃশ্য। জাতীয় পতাকার প্রতি এমন অশ্রদ্ধা দেখে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভের প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে। জাতীয় পতাকার অবমাননার বিষয়টি রাত ৮টা দিকে ক্লিনিক পরিচালক শাহীন আলমকে অবহিত করা হলে সেই রাতে জাতীয় পতাকা নামানো হয়। এবিষয়ে ক্লিনিক পরিচালক শাহীন আলম বলেন, আমি জেলা শহরে আসার আগে ক্লিনিক স্টাফদের জাতীয় পতাকা নামাতে বলেছিলাম। কিন্তু হয়তো তারা নামাতে ভুলে গেছে। আমি এখুনি বিষয়টি দেখছি। জাতীয় পতাকার অবমাননার বিষয়ে জানাতে চাইতে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বলেন, জাতীয় পতাকা অবমাননা দুঃখ জনক। বিষয়টি জানাছিলো না, তবে তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য নাম প্রকাশে অনিচ্ছুক জনসেবা ক্লিনিকের পরিচালক শাহীন আলম নওগা জেলা থেকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে এসে ক্লিনিক ব্যবসার নামে আস্তানা খুলে। বর্তমানে তার ক্লিনিকের রেজিষ্ট্রেশনের কোন নবায়ন না থাকলেও হরহামায় অস্ত্রপাচারের মত ঝুঁকিপূর্ণ চিকিৎসা করে যাচ্ছেন তিনি। জেলা সদরে উন্নত মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও সেখানে উন্নত চিকিৎসা পাবেন না বলে রুগীর অভিভাবকদের পরামর্শ দেন বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ উক্ত জনসেবা ক্লিনিকে নেই স্বাস্থ্য সম্মত অপারেশন থিয়েটার, নেই ২৪ঘন্টার জন্য এমবিবিএস ডাক্তার, নেই বিধি মোতাবেক নার্স, নেই উন্নত চিকিৎসা। কিন্তু জনসেবা ক্লিনিকের পরিচালন আইনকানুনকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত সিজারিয়ান অপারেশন সহ ছোট-বড় সকল প্রকার অপারেশন অব্যহিত রেখেছেন তিনি। এদিকে উন্নত চিকিৎসা, এমবিবিএস ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় প্রায় সময় অপারেশন পরবর্তীতে রুগীর মৃত্যু হয়েছে বলে জানাযায়। জাতীয় পতাকার অবমাননা ও রেজিষ্ট্রেশন নবায়ন বিহীন জনসেবা ক্লিনিক এবং পরিচালক শাহীন আলমের বিরুদ্ধে অতিদ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন দেশপ্রেমিক এলাকার সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *