সমাজের আলো : ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক গঠনের প্রচেষ্টার সমালোচনা করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এবং কয়েকটি আরব দেশকে নিয়ে যদি ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কোনরকমের সামরিক জোট গঠনের চেষ্টা করে এবং তা যদি ইরানের নিরাপত্তার জন্য কোন রকমের ঝুঁকি সৃষ্টি করে তাহলে তেহরান তার কঠোর ও চূড়ান্ত জবাব দেবে। এক্ষেত্রে ইরান নিকটতম এবং সহজে প্রবেশযোগ্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত আনবে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সম্পর্কযুক্ত নূর নিউজ এই খবর দিয়েছে। নূর নিউজের ওয়েবসাইটে প্রকাশিত টুইটার বার্তায় আরো বলা হয়েছে, যৌথ সামরিক চুক্তির আওতায় এই ধরনের জোট গঠন আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের গোপন কর্মসূচি যা ইরানের জন্য ঝুঁকিপূর্ণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *